• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ক্ষেপণাস্ত্র থেকে পৃথিবীর ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০১:৫৫ পিএম
ক্ষেপণাস্ত্র থেকে পৃথিবীর ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া

চলতি বছরের সপ্তম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর এ নিয়ে ব্যাপক দুই প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আর জাপানসহ উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে স্থানীয় সময় রোববার হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্রটি থেকে তোলা ভূপৃষ্ঠের একটি ছবি প্রকাশ করেছে দেশটি। তাই বিশেষজ্ঞরা বলছেন, এই ছবি কেবল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণেরই বার্তা দেয় না। এর সক্ষমতারও জানান দিচ্ছে।

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে রোববার বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয় ২০১৭ সালের পর তৈরি করা সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এসব ছবি তোলা হয়েছে। ছবিতে কোরিয় উপদ্বীপ ও আশপাশের এলাকা দেখা যাচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের যেখানে বোমা থাকে, সেখানে সংযুক্ত একটি ক্যামেরা থেকে ছবিগুলো তোলা হয়েছে। ছবিতে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের সময়কাল ও আকাশের অবস্থানের সময়ও দেখা যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, গত পাঁচ বছরের মধ্যে এত বড় ক্ষেপণাস্ত্র আর ছোড়া হয়নি। উত্তর কোরিয়ার পূর্ব তীর থেকে স্থানীয় সময় শনিবার সকাল আটটার দিকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের দাবি, মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার উঁচুতে উঠে ৩০ মিনিটে ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে গিয়ে পড়ে।

Link copied!