• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ক্যামেরার সামনেই দুই শিক্ষকের মারামারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৬:১৫ পিএম
ক্যামেরার সামনেই দুই শিক্ষকের মারামারি

স্কুলে শিক্ষার্থীদের মারামারি একেবারেই নিত্যদিনের ব্যাপার। অনেক ক্ষেত্রে মীমাংসা করতে ডাকতে হয় অভিভাবকদেরও। তবে সেই মারামারি যদি বাধে দুই শিক্ষকের মধ্যে তাহলে মীমাংসা করবে কে?

পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে দুই শিক্ষক ঘটিয়েছেন এমন অভাবনীয় কাণ্ড। হিন্দুস্তান টাইমস জানায়, খোদ প্রধান শিক্ষকের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়েছিলেন একই প্রতিষ্ঠানের ভূগোল শিক্ষক। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই দুজনের হাতাহাতি বেঁধে যায়।

জানা গেছে, অনেকদিন ধরেই প্রধান শিক্ষকের কাছে প্রয়োজনীয় কিছু কাগজপত্র চাইছিলেন ভূগোল শিক্ষক। সেই কাগজ দিতে গড়িমসি করছিলেন বলে অভিযোগ তার।


প্রতিবাদ জানাতে তিনি প্রধান শিক্ষকের বাসায় হাজির হন। এসময় সংবাদ মাধ্যমের সামনে কথা বলছিলেন প্রধান শিক্ষক। ভূগোল শিক্ষক তাঁর উপর চড়াও হলে হাতাহাতি বেঁধে যায় দুই শিক্ষকের মধ্যে।

তবে প্রধান শিক্ষকের পাল্টা অভিযোগ, স্কুলের কর্মচারীর সঙ্গে গন্ডগোলের জেরে এই কাণ্ড ঘটিয়েছেন ভূগোল শিক্ষক। ক্যামেরার সামনে গায়ে হাত তোলার জন্য তার বিচার দাবি করেন তিনি।

 

Link copied!