আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে গঠিত যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াড জোটের সম্মেলন চলছে টোকিওতে। ইউক্রেন ইস্যুতে কৌশলগত অবস্থানের কারণে দুই দিনব্যাপী এ সম্মেলনে ভারত ‘একঘরে’ হয়ে পড়েছে বলে জানিয়েছে বিবিসি।
কোয়াডের বাকি তিন সদস্য দেশ ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার কঠোর নিন্দা জানালেও ভারত এখনো নীরব রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইউক্রেন প্রশ্নে ভারতের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এর ৪৮ ঘণ্টার মধ্যে জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের আলাদা আলাদা দুটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানেও ইউক্রেন ইস্যুতে জোটের ভেতর মতপার্থক্য দেখা গেছে।
যদিও পর্যবেক্ষকরা অনেকেই বলছেন রাশিয়া-ইউক্রেন প্রশ্নে ঐক্যবদ্ধ হতে না পারলেও কোয়াড জোটের কার্যক্রম একই থাকবে। কেননা, ভূরাজনীতিতে এই জোটটির উদ্দেশ্য ভিন্ন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিয়েছেন কোয়াডের সভায়। ২০০৭ সালে প্রথমবার এই চার দেশের সংলাপের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় টোকিওতে বৈঠকে বসেছেন প্রতিনিধিরা।