• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কিয়েভে হামলা শুরু হবে, সতর্ক করল রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৯:৫২ পিএম
কিয়েভে হামলা শুরু হবে, সতর্ক করল রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক স্থাপনায় এবার হামলা চালানোর বিষয়ে ওই শহরের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার টেকনোলজিক্যাল সেন্টার ও স্পেশাল অপারেশন ইউনিটে ‘উচ্চ পর্যায়ের হামলা’ চালানোর প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা।

এছাড়া আমরা ইউক্রেনের বাসিন্দাদের অনুরোধ জানাই, যারা রাশিয়ার বিরুদ্ধে উসকানিতে জাতীয়তাবাদীদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন এবং কিয়েভের বাসিন্দা যারা রিলে স্টেশনের পাশে বসবাস করেন তারা যেন ঘর ছেড়ে যান।

দেশটির কর্মকর্তাদের দাবি, ‘রাশিয়ার বিরুদ্ধে তথ্য আক্রমণ প্রতিরোধে’ এ হামলা চালানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।

ষষ্ঠ দিনে গড়ানো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম পাঁচ দিনে ৫ হাজার ৭১০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

Link copied!