• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

কিমের বাগানে ফুল না ফোটায় মালিদের কঠোর শাস্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৮:১৩ পিএম
কিমের বাগানে ফুল না ফোটায় মালিদের কঠোর শাস্তি

কঠোর শাসনের জন্য বরাবরই আলোচনায় থাকেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এবার বাগানে ফুল না ফোটায় কঠোর শাস্তি দিয়েছেন মালিদের।

১৬ ফেব্রুয়ারি কিমের বাবা জং-ইলের জন্মবার্ষিকীতে নিজের বাগান বিশেষ একটি ফুল দিয়ে সাজাতে চেয়েছিলেন কিম। কিন্তু সময়মতো সব ফুল ফুটেনি। তাই মালিদের একটি দলকে শাস্তিস্বরূপ শ্রম শিবিরে পাঠিয়েছেন কিম।

উত্তর কোরিয়ার সাবেক নেতা জং-ইলের নামানুসারে এই বিশেষ ফুলটি পরিচিত ‘কিমজঙ্গিলিয়া’ নামে। জন্মবার্ষিকীর অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল এটি। আর সেকারণেই চটেছেন কিম।

১৬ ফেব্রুয়ারি কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি ও ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। তাই গাছে সময়মতো ফুল ফোটতে না পারায় গ্রিন হাউসের ম্যানেজার হান এবং তার সমস্ত মালিকে এই সাজা পোহাতে হচ্ছে।

এর আগে বাবার দশম মৃত্যুবার্ষিকীকে উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য হাসাহাসি নিষিদ্ধ করেও আলোচনায় আসেন কিম জং উন।

Link copied!