• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কাশ্মীরে পুলিশি অভিযানে নিহত ৫ বিচ্ছিন্নতাবাদী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৬:২৩ পিএম
কাশ্মীরে পুলিশি অভিযানে নিহত ৫ বিচ্ছিন্নতাবাদী

২০১৯ সালের পুলওয়ামায় ভারতীয় সেনাদের ওপর বিচ্ছিন্নতাবাদী হামলার পর থেকেই উত্তপ্ত কাশ্মীরের পরিস্থিতি। প্রায় প্রতিদিনই খবর পাওয়া যাচ্ছে বন্দুক যুদ্ধের, নিহত হচ্ছে সামরিক, বেসামরিক ও বিচ্ছিন্নতাবাদীরা।

এদিকে হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার ১২ ঘণ্টার মধ্যে দুটি পৃথক বন্দুকযুদ্ধে কাশ্মীরে পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। যদিও ভারতীয় সংবাদমাধ্যম এদের ‘জঙ্গি’ বা ‘সন্ত্রাসী’ হিসেবেই উল্লেখ করেছে। নিহতদের মধ্যে জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি ও এক পাকিস্তানি সন্ত্রাসীও রয়েছে বলে দাবি জম্মু-কাশ্মীরের পুলিশের।

ভারতীয় সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার নায়রা এলাকায় অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা।

রাতভর চলে বন্দুকযুদ্ধ। ঘটনাস্থলেই নিহত হয় বিচ্ছিন্নতাবাদীরা। এসময় সেখান থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করে কাশ্মীর পুলিশ। গোটা এলাকাতেই তল্লাশি চলছে।

পুলওয়ামা ও বদগাম জেলায় দুটি পৃথক বন্দুকযুদ্ধে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার পাঁচ জঙ্গিকে হত্যা করা হয়। রবিবার ভোরে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফ থেকে এসব তথ্য জানানো হয়েছে। একে ‘বড় সাফল্য’ হিসেবে অভিহিত করছে ভারতের পুলিশ।

Link copied!