আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। বিবিসি জানায়, বিমানবন্দরের আবে গেটের বাইরে মার্কিন ও ব্রিটিশ সেনাদের চৌকির কাছে একটি বিস্ফোরণ হয়।
এছাড়া বিমানবন্দরের বাইরের খালের পাশে আরেকটি আত্মঘাতী হামলা ও গোলাগুলির খবর পাওয়া গেছে। মার্কিন এক কর্মকর্তার বরাতে রয়টার্স এ হামলার খবর নিশ্চিত করে।
তালেবানের এক কর্মকর্তা জানান, তালেবান নিরাপত্তা কর্মীদের কয়েকজনও আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি কোনো গণমাধ্যম।
১৫ আগস্ট তালেবানরা ক্ষমতা দখল পর থেকেই হাজার হাজার মানুষ বিদেশি বিমানে দেশ ছাড়ার চেষ্টায় আছেন। প্রতিদিনই ভিড় বাড়ছে কাবুল বিমানবন্দরে। এর আগে গোলাগুলি ও পদপিষ্ট হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়।
কয়েক দিন ধরেই পশ্চিমা দেশগুলো কাবুলের বিমানবন্দরে সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করে আসছিল। বৃহস্পতিবারের বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন।