মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথম আন্তর্জাতিক ফ্লাইট কাবুল ছেড়েছে। বিবিসি জানায়, বৃহস্পতিবার এক ফ্লাইটে মার্কিন নাগরিকসহ প্রায় ২০০ যাত্রী আফগানিস্তান থেকে যাত্রা করেন।
কাতার এয়ারওয়েজের চার্টার ফ্লাইটটি কাতারের রাজধানী দোহার দিকে রওনা হয়েছে। সম্প্রতি কাতার সফরে গিয়েও বিদেশি নাগরিকদের কাবুল ছাড়ার ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। শুক্রবার দ্বিতীয় ফ্লাইট পরিচালনা করবে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর।
এর আগে গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত মাসে মার্কিন সেনাদের তত্ত্বাবধানে বেশ কিছু ফ্লাইট পরিচালিত হয়। পরে অতিরিক্ত ভিড় আর বিশৃঙ্খলায় ব্যাহত হয় বিমানবন্দরের কার্যক্রম।
এ সময় মার্কিন সামরিক বাহিনীকে সহায়তাকারী শত শত আফগান আশ্রয়প্রার্থী বিমানবন্দরে আটকা পড়েন। বিমানবন্দরে সন্ত্রাসী হামলাতেও অনেকে নিহত হন। এরপর থেকেই কাবুলের সব ফ্লাইট বন্ধ করে দেয় তালেবান।
বুধবার বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হওয়াকে আফগানিস্তানের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন কাতারের বিশেষ দূত মুতলাক বিন মাজেদ আল কাহতানি।