কানাডার মধ্য সাসকাচোয়ান প্রদেশের মোট ১৩টি ভিন্ন ভিন্ন জায়গায় ছুরি নিয়ে হামলা চালানোর খবর পাওয়া গেছে। বিবিসি জানায়, এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
আক্রান্ত এলাকাগুলোর মধ্যে আদিবাসী রেড ইন্ডিয়ানদের অঞ্চল জেমস স্মিথ ক্রি নেশন রয়েছে। এ ঘটনায় ৩১ বছর বয়সী ডেমিয়েন স্যান্ডারসন ও ৩০ বছর বয়সী মাইলস স্যান্ডারসন নামের দুই সন্দেহভাজনের নাম ঘোষণা করেছে পুলিশ। এক বিবৃতিতে তাদের সশস্ত্র, পলাতক ও বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, এই দুইজন সন্দেহভাজন একসঙ্গে ১৩টি জায়গায় হামলা চালিয়েছে। রোববার দুপুরের খাবারের সময় তাদের শেষবার দেখা গেছে রেজিনাতে।
রোববার স্থানীয় সময় সাড়ে পাঁচটার দিকে সাসকাচোয়ান প্রদেশের রাজধানী রেজিনায় হামলার পর থেকে পুলিশের কাছে প্রথম ফোন আসে। এরপর সাহায্য চেয়ে একের পর এক ফোন আসতে থাকে।
হামলা ঠেকাতে প্রদেশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। গোটা এলাকাজুড়ে ব্যাপক অভিযান চলছে।
এছাড়া বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে তল্লাশিচৌকি। জেমস স্মিথ ক্রি নেশনে জারি হয়েছে জরুরি অবস্থা। সাসকাচোয়ানসহ পার্শ্ববর্তী ম্যানিটোবা ও আলবার্টা প্রদেশের সবার ফোনে সতর্ক বার্তা পাঠানো হয়েছে।