• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাজাখস্তানের অস্থিরতায় বাড়তে পারে জ্বালানির দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৫:৪৩ পিএম
কাজাখস্তানের অস্থিরতায় বাড়তে পারে জ্বালানির দাম

জ্বালানির দাম বাড়ানোকে কেন্দ্র করে সৃষ্ট সরকারবিরোধী আন্দোলনে উত্তাল কাজাখস্তান। তবে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদনেও বিশ্বে অন্যতম নাম কাজাখস্তান। তাই কাজাখস্তানের অস্থিরতা বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের বিশ্লেষণ বলছে, বিক্ষোভ আর পরবর্তী পরিস্থিতির ফলে সৃষ্ট সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগকারীদের এই দেশের প্রতি নির্ভরশীলতা কমতে পারে।

এদিকে বিশ্বের শীর্ষ ইউরেনিয়াম রপ্তানিকারক দেশের তালিকাতেও এগিয়ে কাজাখস্তান। সারা বিশ্বের ৪০% শতাংশেরও বেশি ইউরেনিয়াম উৎপাদন করে দেশটি।

পারমাণবিক চুল্লির প্রধান জ্বালানি এই ইউরেনিয়াম। আর বিশ্বের শক্তিধর দেশগুলোর সবই এখন পারমাণবিক শক্তি নির্ভর। তবে কাজাখস্তানের অস্থির পরিস্থিতিতে উৎপাদন ব্যহত হওয়ায় দাম বেড়ে গেছে কয়েক গুণ।

অন্যদিকে তেল রপ্তানি দেশগুলোর মধ্যেও কাজাখস্তান শীর্ষ অবস্থান ধরে রেখেছে বহুদিন ধরেই। ২০১৮ সালে কয়লা ও অপরিশোধিত তেল উৎদনে বিশ্বে নয় নম্বরে ছিল দেশটি। আর প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ছিল ১২ নম্বরে।

শেয়ার বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে কয়লা, তেলসহ নানবিধ জ্বালানির দাম বাড়তে পারে যে কোনও মুহূর্তে। তাই বিশ্বে কাজাখস্তানের অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় সংকট সমাধানে সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!