নিষিদ্ধ মাদক হিসেবে অনেক দেশে গাঁজা সেবন নিষিদ্ধ হলেও এর ঔষধি গুণ নিয়েও প্রচলিত রয়েছে নানান মতবাদ। রোগ নিরাময় আর বিনোদনের জন্যেও নির্দিষ্ট পরিমাণে গাঁজা সেবনের বৈধতাও দেয় কিছু দেশ।
বিজ্ঞান সাময়িকী নেচার জার্নালে প্রকাশিত হয়েছে গাঁজার নতুন এক ওষধি গুণের কথা। গবেষণার তথ্য অনুসারে, গাঁজায় উপস্থিত রাসায়নিক যৌগ মহামারি ছড়ানো করোনা ভাইরাসকে প্রতিরোধ করেতে সক্ষম। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গেও প্রকাশিত হয়েছে এই খবর।
ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, গাঁজার ক্যানাবিজিরোলিক অ্যাসিড বা সিবিজিএ এবং ক্যানাবিডিওলিক অ্যাসিড বা সিবিডিএ এই দুটি যৌগ করোনাভাইরাসকে মোকাবেলার সামর্থ্য রাখে। এই অ্যাসিড দুটো গাঁজার শণ ও নির্যাসেই পাওয়া যায়।
পরীক্ষাগারে গবেষকরা দেখেন, মানুষকে সংক্রামিত করতে করোনাভাইরাসের ব্যবহার করা স্পাইক প্রোটিনগুলোকে সহজেই অবরুদ্ধ করে ফেলতে পারে গাঁজার এই উপাদান দুটি। তাই দেহে প্রবেশ করলেও করোনাভাইরাস এক কোষ থেকে অন্য কোষে সংক্রমণ ঘটাতে পারে না।
পরীক্ষাগারে গবেষকরা করোনাভাইরাসের আলফা ও বিটা রূপের বিরুদ্ধে গাঁজায় উপস্থিত যৌগগুলোর প্রভাব পরীক্ষা করেছেন। যদিও এই গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তাই গাঁজার উপাদান করোনা ঠেকাতে ঠিক কত ভাগ কার্যকর তা এখনও জানা সম্ভব হয়নি।
গাঁজার শণ পশুর খাদ্যেরও উৎস। এছাড়া এর নির্যাস থেকে সাধারণত প্রসাধনী, বডি লোশন, ও বিভিন্ন খাবার তৈরি করা হয়। তবে এসবের ঔষধি গুণের এই খবর তাক লাগিয়েছে সবাইকে।