করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) টুইটারে এই তথ্য জানান তিনি।
সন্ধ্যায় এই টুইটে তিনি বলেন, “আমার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের যাবতীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি।”
এর আগে করোনায় আক্রান্ত হন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতাও একসঙ্গে আক্রান্ত হন। তবে আপাতত তারা সুস্থ আছেন। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন বলেও জানায় হিন্দুস্তান টাইমস।
বুধবার ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। এর মাধ্যমে দেশটিতে বর্তমানে করোনা রুগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ ২ হাজার ৪৭২ জনে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৭৩ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৩৫৭ জন। সংক্রমণ হার এখনও ১৯ শতাংশের উপরে রয়েছে।
পশ্চিমবঙ্গের পরিসংখ্যান বলছে, বুধবার এক দিনে রাজ্যে মোট ৪ হাজার ৯৬৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এছাড়াও গত এক দিনে টিকা নিয়েছেন ২২ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত দেশটিতে মোট ১৬৩ কোটি ৮৪ লাখ ডোজেরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে।