• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

করোনায় আক্রান্ত বিজেপির শীর্ষ নেতারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০২:১৭ পিএম
করোনায় আক্রান্ত বিজেপির শীর্ষ নেতারা

করোনায় আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার এক টুইটে তিনি নিজেই এই খবর জানান।

রাজনাথ বলেন, “আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ আছে। বাড়িতেই আইসোলেশনে আছি। যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন, তারাও আইসোলেশন থাকুন ও পরীক্ষা করিয়ে নিন।”

সোমবার দুপুরে প্রতিরক্ষামন্ত্রীর টুইটের বরাতেই খবর দেয় হিন্দুস্তান টাইমস। ৮ জানুয়ারি একটি ওয়েবিনারে বক্তব্য রাখলেও প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি রাজনাথ সিংকে। যদিও তিনি এই মুহূর্তে শারীরিকভাবে ঠিক আছনে বলেই জানা গেছে।

রাজনাথ ছাড়াও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার রাতে টুইট করে তিনি এই খবর নিশ্চিত করেছেন।

টুইটে জে পি নাড্ডা জানান, “আমার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। তাই আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্টে পজিটিভ এসেছে। তবে আমি সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছি।”

এর আগে ২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন বিজেপির এই বর্ষীয়ান নেতা। ভারতে করোনার তৃতীয় ঢেউতে সোমবার নতুন করে আক্রান্ত হলেন তিনি।

একই দিন ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও করোনায় আক্রান্ত হন।

Link copied!