যুক্তরাজ্যের এক গবেষণাতে দেখা গেছে, গুরুতর অসুস্থ না হলেও দীর্ঘদিন আক্রান্তদের ফুসফুসে ক্ষতি করছে করোনাভাইরাস। তবে পরীক্ষার রিপোর্টে ধরা না পড়ায় অনেক সময় তা থেকে যাচ্ছে সবার অগোচরে।
বিবিসি জানায়, করোনা আক্রান্তদের ফুসফুসের অস্বাভাবিক গতিবিধি যাচাই করতে বিজ্ঞানীরা রুগিকে জেনন গ্যাস দিয়ে তার বুকের স্ক্যান করেন। এতে দেখা যায়, যারা দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন তাদের শ্বাসপ্রশ্বাসের ধরন অন্যদের মত স্বাভাবিক নয়।
প্রাথমিকভাবে করোনা আক্রান্ত ১১ জনের উপর এই পাইলট প্রোজেক্ট পরিচালনা করেন গবেষকরা। এসব রুগিরা দীর্ঘদিন আক্রান্ত হলেও হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়নি তাদের।
তবে প্রাথমিক সংক্রমণের পর তাদের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট হয়েছিল। তাই গবেষকরা বলছেন, লং কোভিড বা করোনভাইরাস সংক্রমণের পরে কয়েক সপ্তাহ ধরে অসুস্থ থাকলে কারো কারো ফুসফুসে রক্ত প্রবাহ কিছুটা বিঘ্নিত হতে পারে।
যার ফলে শরীরের অক্সিজেন পরিবহনও বাধাগ্রস্ত হতে পারে। আর পরবর্তীতে এসব রুগীদের শ্বাসকষ্ট দেখা দেওয়ারও সম্ভাবনা থাকে।
একজন রুগির শ্বাসকষ্ট নানা কারণেই হতে পারে, তবে আগের সব গবেষণার সঙ্গে যাচাই করার পর প্রাথমিকভাবে বিজ্ঞানীরা কোভিডকেই এর জন্য দায়ী করেছেন। ইউনিভার্সিটি অফ শেফিল্ডের গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।
তবে করোনার দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত হতে এ বিষয়ে আরো বিস্তারিত গবেষণা চলছে।