• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

করোনায় আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২২, ০৮:০৬ পিএম
করোনায় আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন করোনায় আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার করোনা পরীক্ষায় ব্লিঙ্কেনের রিপোর্ট পজিটিভ আসে। নেড প্রাই জানান, “পিসিআর পরীক্ষার মাধ্যমে বুধবার বিকেলে ব্লিঙ্কেনের করোনা ধরা পড়ে। তাকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। তেমন গুরুতর অসুস্থতাও অনুভব করছেন না তিনি।”

বিবৃতিতে আরও যোগ করা হয়, ব্লিঙ্কেন নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন এবং অফিসের সব কাজ ভার্চুয়ালি করবেন। তিনি যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় দায়িত্ব গ্রহণের জন্য উন্মুখ হয়ে আছেন।

শনিবার হোয়াইট হাউজের সংবাদদাতাদের নৈশভোজে উপস্থিত ছিলেন ব্লিঙ্কেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যোগ দিয়েছিলেন। তবে এরপর দুজনের আর দেখা হয়নি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বুধবার এসব কথা জানান।

এর আগে ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

Link copied!