একটি কফির চালানের নামে পাচার করা ৫০০ কেজি কোকেন জব্দ করেছে সুইজারল্যান্ডের পুলিশ। ব্রাজিল থেকে পাঠানো দেশটির নেসপ্রেসো কারখানায় আসা একটি চালানে এই মাদক জব্দ করা হয়েছে।
বিবিসি বলছে, কারখানায় কফির চালান আসার পর সেটি খুলেন কর্মীরা। তারা বস্তার ভিতর সাদা পাউডার খুঁজে পান। পরে কর্তৃপক্ষ কর্মীদের সতর্ক করে দেয়। পুলিশে খবর দিলে তারা এসে এসব মাদক জন্দ করে।
পরে পাঁচটি শিপিং কনটেইনারে আরও মাদক উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে বলা হয়েছে চালানটি ব্রাজিল থেকে এসেছে।
নেসপ্রেসোর একটি বিবৃতিতে বলা হয়েছে, প্ল্যান্টে কফি ক্যাপসুল উৎপাদন দূষিত হয়নি। আমরা ভোক্তাদের আশ্বস্ত করতে চাই। আমাদের সমস্ত পণ্য খাওয়া নিরাপদ।
পুলিশ বলছে, জব্দ করা কোকেন ছিল শতাংশ খাঁটি। এর আনুমানিক রাস্তার মূল্য ছিল প্রায় ৫৩ মিলিয়ন ডলার। এই কোকেন সম্ভবত ইউরোপীয় বাজারের জন্য নির্ধারিত ছিল।