• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ওমিক্রন সংক্রমণ নিয়েই বিয়েবাড়িতে ভারতীয় পরিবার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৫:৩৭ পিএম
ওমিক্রন সংক্রমণ নিয়েই বিয়েবাড়িতে ভারতীয় পরিবার

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার নতুন ধরন ওমিক্রন। এখনও পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া না গেলেও মহামারির ভয়াবহতা বাড়ার আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে বিশ্বজুড়ে।

ভারতে ২৫ জনের দেহে শনাক্ত হয়েছে ওমিক্রনের উপস্থিতি। কর্নাটকের পর গুজরাট, মুম্বাই আর দিল্লিতেও ছড়িয়ে পড়েছে নতুন ধরনের করোনা। এদের মধ্যে অনেকেই দক্ষিণ আফ্রিকা থেকে সংক্রমিত হয়ে দেশে আসেন।

এদিকে সর্বোচ্চ ওমিক্রন আক্রান্ত হয়েছে রাজস্থানে ৯ জন। এদের মধ্যে একই পরিবারের চার জন সদস্য রয়েছেন। গত ২৮ নভেম্বর চার জনই বেড়াতে যান এক বিয়েবাড়িতে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বিয়েবাড়িতে অতিথি ছিলেন অন্তত ১০০ জন। এরইমধ্যে সবার করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজস্থানের ওমিক্রন আক্রান্ত পরিবারটি গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরে। বাড়ির কর্তা ৪৭ বছর বয়সী মুকেশ তার আত্মীয়ের বিয়েতে যোগ দিতেই সপরিবারে দেশে ফিরেন।

তবে তার দাবি, বিমানে ওঠার আগে তিন বার করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে তাদের। যদিও ভারতে চার জনের শরীরেই ওমিক্রন করোনা শনাক্ত করেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে মুকেশের পরিবারের সংস্পর্শে আসা এক ব্যক্তি ও তার সংস্পর্শে আসা আরও চার জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭১ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন।

যদিও স্থানীয় প্রশাসন জানায়, ওমিক্রন আক্রান্তদের অধিকাংশই উপসর্গবিহীন। শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তির সামান্য সর্দি কাশি রয়েছে।

করোনার নতুন রূপ নিয়ে বিশ্ব জুড়েই উদ্বেগ বেড়েছে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন ওমিক্রন নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Link copied!