• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ওমিক্রন ঠেকাতে প্রচলিত টিকাই যথেষ্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০১:২৩ পিএম
ওমিক্রন ঠেকাতে প্রচলিত টিকাই যথেষ্ট

করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে প্রচলিত টিকাগুলোই কার্যকর হবে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির কর্মকর্তার বলছেন, টিকাপ্রাপ্তরা ওমিক্রন সংক্রমিত হলেও গুরুতর অসুস্থতা থেকে রক্ষা পাবেন।

যদিও এক পরীক্ষায় দেখা গেছে ফাইজারের টিকা সুরক্ষা আংশিকভাবে ভেদ করে মানবদেহে সংক্রমণ ঘটাতে পারে ওমিক্রন। আর টিকার মাধ্যমে প্রাপ্ত অ্যান্টিবডি নতুন ধরনকে কতটা প্রতিরোধ করতে পারবে তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা ।

তবে ডব্লিউএইচওর জরুরি দুর্যোগ বিভাগের পরিচালক মাইক রায়ান বলেছেন, ওমিক্রন প্রচলিত টিকার সুরক্ষা ভেদ করতে পারে এমন কোনো লক্ষণ এখনও দেখা যায়নি। বার্তা সংস্থা এএফপিকে রায়ান জানান, “আমাদের কাছে যেসব টিকা আছে তা এখন পর্যন্ত সব ধরনের করোনার বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি ঠেকাতেও এসব টিকা ভূমিকা রাখবে।”

এছাড়াও প্রাথমিক তথ্য অনুযায়ী ডেলটা বা অন্যান্য ধরনের চাইতে ওমিক্রন কম ক্ষতিকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, ব্যাপকভাবে জিনগত পরিবর্তনের কারণে এই ধরন সম্পর্কে অনেক তথ্য অজানা থাকলেও ওমিক্রন মানুষকে বেশি অসুস্থ করবে না।

Link copied!