করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে মার্কিনদের 'আতঙ্কিত' না হওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে জো বাইডেন দেশবাসীর উদ্দ্যেশে এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "ওমিক্রন বিপজ্জনক, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নতুন ধরন ওমিক্রন চিন্তার কারণ, তবে আতঙ্কের কারণ নয়। স্বাস্থ্যবিধি মেনে চললে প্রতিরোধ সম্ভব।"
বাইডেন আরও বলেন, "এটি প্রায় অনিবার্য যে, ওমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকায় হলেও যেকোনো সময় যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে। তবে আপাতত যুক্তরাষ্ট্রে লকডাউন কিংবা চলাচলে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে না। এমন পরিস্থিতি এখনও তৈরি হয়নি।"
করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটির নাম দেয় ‘ওমিক্রন’। সংস্থাটির পক্ষ থেকে ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করা হয়। এখন পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে নতুন এই ধরনটি শনাক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়লে করোনার আরও একটি ঢেউ বিশ্ব মৃত্যু বাড়াবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।