• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিনের বুস্টার ডোজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৮:০১ পিএম
ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিনের বুস্টার ডোজ

করোনার নতুন ধরন ওমিক্রন ও এর অন্য রূপ ডেলটার বিরুদ্ধে কাজ করবে ভারতের তৈরি টিকা কোভ্যাক্সিনের তৃতীয় ডোজ। এমন দাবি করছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক।

বুধবার ভারত বায়োটেকের এক বিবৃতিতে এমন দাবি জানান গবেষকরা। এতে বলা হয়, কোভ্যাক্সিনের বুস্টার ডোজ মানবদেহে ওমিক্রন ও ডেলটার বিরুদ্ধে রোগ প্রতিরোধকারী শক্তি গড়ে তুলতে সাহায্য করে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পরীক্ষায় ভারত বায়োটেকের ১০০ শতাংশ নমুনাই ডেলটার বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আর ওমিক্রনের ক্ষেত্রে ৯০ শতাংশ নমুনাই সফল হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন। এর মাধ্যমে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০।

আর ওমিক্রন আক্রন্তের সংখ্যা ৪ হাজার ৮৬৮। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

এই মুহূর্তে দেশটিতে আক্রান্ত আছেন ৯ লাখ ৫৫ হাজার ৩১৯ জন, যা গত ২০৯ দিনের মধ্যে সর্বোচ্চ।

Link copied!