• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এবার বাইডেন-ব্লিঙ্কিনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৯:৫৭ পিএম
এবার বাইডেন-ব্লিঙ্কিনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন/ছবি: সংগৃহীত

ইউক্রেনে চালানো রুশ আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা। এবার তাদের ওপরই নিষেধাজ্ঞা দিল রাশিয়া সরকার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৫ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের

বিবৃতিতে বলা হয়েছে, জো বাইডেন ছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কিনসহ অন্যান্য মার্কিন কর্মকর্তাও এই কালো তালিকায় থাকছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কিন ও প্রেসিডেন্ট জো বাইডেন 

এতে আরও বলা হয়, এ বছরের ১৫ মার্চ থেকে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার জবাবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কিন, প্রতিরক্ষামন্ত্রী এল অস্টিন ও সশস্ত্র বাহিনীর প্রধান এম মিল্লি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে।

এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন অভিযানে তিনি রাশিয়ার মিত্র।

এছাড়া রাশিয়ার একজন বিচারকসহ বেশ কয়েকজন কর্মকর্তা মার্কিন কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। লুকাশেঙ্কোর স্ত্রী হালিনার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ থাকলে এ আইনের আওতায় তা জব্দ করা হবে।

ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হবে না, এমন শর্ত মেনে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অভিযানের আগেই রাশিয়া এমন দাবি করে আসছিল। জেলেনস্কি বলেন, “ইউক্রেন বুঝতে পেরেছে, তারা পশ্চিমা সামরিক জোটের অংশ হতে পারবে না।”

Link copied!