• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ঋণ না দেওয়ায় ব্যাংকে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৪:২৩ পিএম
ঋণ না দেওয়ায় ব্যাংকে আগুন

ঋণের টাকার জন্যে ব্যাংক কিংবা বীমা কোম্পানির দ্বারা হয়রানির শিকার হন অনেকে। আর ঋণের জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের নজিরও রয়েছে। তবে ঋণ না পেয়ে ব্যাংকের ওপর প্রতিশোধ নেওয়ার ঘটনা সত্যিই বিরল।

ভারতের কর্ণাটক রাজ্যে ঘটেছে নজিরবিহীন এই ঘটনা। ঋণের আবেদন প্রত্যাখ্যান করায় একটি ব্যাংকের ভবনে আগুন লাগিয়ে দেন এক ব্যক্তি। রবিবার হাভেরি জেলার একটি ব্যংকে আগুন দেওয়ার এই অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি একটি ঋণের জন্য যোগাযোগ করেন। তবে তার কাগজপত্র যাচাই-বাছাই শেষে ব্যাংক তার আবেদন প্রত্যাখ্যান করে।

আবেদন প্রত্যাখ্যান করায় বেশ বিরক্ত হন তিনি। ফেরার পথে তাই আগুন লাগিয়ে দিয়ে আসেন ব্যাংক ভবনে। পুলিশ জানায়, ঋণ চেয়ে প্রত্যাখ্যাত হওয়ায় এমন কাণ্ড করেছেন তিনি। অভিযুক্তকে এরই মধ্যে আটক করা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় কাগিনেলি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!