ইয়েমেনের প্রধান শহর মারিবে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে ৫০ জন নিহত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সামরিক সূত্রের বরাতে এ খবর জানায় ভয়েজ অব অ্যামেরিকা।
উত্তরাঞ্চলের তেল সমৃদ্ধ এলাকা মারিবে সরকারের শেষ ঘাঁটি দখলে ফেব্রুয়ারি থেকে হামলা জোরদার করে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এ পর্যন্ত সংঘর্ষে কয়েকশ মানুষ মারা গেছে।
এদিকে সামরিক সূত্রের বরাতে এএফপি জানায়, গত ৪৮ ঘণ্টায় সৌদি জোটের বিমান হামলায় ৪৩ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়াও সরকারি বাহিনীর সাতজন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আরেকটি সূত্র।
২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা দখল করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। ২০১৫ সালের সৌদি জোটের সামরিক সমর্থনে পুনরায় ক্ষমতায় ফেরে হাদি সরকার। এরপর থেকেই দেশটিতে দুপক্ষের মধ্যে যুদ্ধ চলছে।
গত কয়েক বছরে ইয়েমেনের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহত হয়েছে বিপুল সংখ্যক মানুষ। কেবল সেপ্টেম্বরেই মারিবে সংঘর্ষে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।