মহামারি কোভিড-১৯ সংক্রমণকারী করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত করেছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপি জানায়, বেন গুরিয়ন বিমানবন্দরে পিসিআর পরীক্ষার সময় দুই যাত্রীর দেহে এই নতুন ধরনের করোনাভাইরাস ধরা পড়েছে।
তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “বিশ্বের অন্য কোনো দেশে করোনার এই ধরন এখনও ছড়ায়নি।”
এছাড়া মহামারি নিয়ন্ত্রণে ইসরায়েলের সফলতার কথা উল্লেখ করে এএফপি জানায়, নতুন রূপটি ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম।
বিজ্ঞানীরা জানান, করোনার নতুন এই ধরনটি কোভিড-১৯ ভাইরাসের ওমিক্রন রূপের দুটি উপ-প্রজাতি বিএ.১ ও বিএ.২-এর সমন্বিত রূপ। কোভিডের এমন হাইব্রিড সংস্করণ এর আগেও দেখা গেছে। বিশেষ করে, ডেল্টা ও ওমিক্রনের সমন্বিত ‘ডেল্টাক্রোন’ ভাইরাসটি অনেক দেশেই শনাক্ত হয়েছে।
নতুন করোনাভাইরাসের সংক্রমণে বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা ও পেশীর টান।
ইসরায়েলের করোনা প্রতিরোধ কমিটির প্রধান সালমান জারকা বলেন “এ পর্যায়ে আমরা এর ভয়াবহতা নিয়ে চিন্তিত নই। মহামারিতে বিশ্ববাসী এখন ক্লান্ত। আমরা আশা করছি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।”
এর আগে জানুয়ারিতে, ইসরায়েলে ‘ফ্লোরোনা’ রোগে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এটি মূলত করোনা ও ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের যৌথ সংক্রমণ।