করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। সিএনএন জানায়, দীর্ঘদিন ধরেই কান্সারে আক্রান্ত ছিলেন ৮৪ বছর বয়সী কলিন পাওয়েল। তবে স্থানীয় সময় সোমবার করোনা সংক্রমণজনিত শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। তবে তার অন্য পরিচয়টি বিশ্ববাসীর কাছে অধিক জনপ্রিয় ও নিন্দিত। একুশ শতকের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে ২০০৩ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাক অভিযানের পেছনে তার সক্রিয় ভূমিকা বিশ্বব্যাপী আলোচিত।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে মিথ্যা গল্পও সাজিয়েছিলেন কলিন পাওয়েল। সেসময় ইরাকে প্রাণঘাতী মারণাস্ত্র থাকার দাবি করেছিল বুশ প্রশাসন।
তবে ৮ বছরের সামরিক অভিযান শেষে ২০১১ সালেও তার কোন প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র। এ কারণেই যুক্তরাষ্ট্রের নাগরিকদের যতটা জনপ্রিয় ছিলেন পাওয়েল, ইরাকসহ মুসলিম বিশ্বের কাছে তিনি ততটাই ঘৃণিত।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন কলিন পাওয়েল। ২০০৩ সালে জাতিসংঘে ভুল গোয়েন্দা তথ্য দিয়ে ইরাকে সামরিক অভিযান চালানোর পথ সুগম করেন তিনি। যদিও পরে একে তার পেশাগত ভুল বলে স্বীকার করেন তিনি।