• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের তাণ্ডব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ১০:২৬ এএম
ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের তাণ্ডব

প্রধানমন্ত্রী পদে শিয়া নেতা মুকতাদা আল-সদরের মনোনয়নের দাবিতে ইরাকের পার্লামেন্টে তাণ্ডব চালিয়েছেন শত শত বিক্ষোভকারী। আল-জাজিরা জানায়, বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাগদাদে সংসদ ভবনে হামলা চালিয়েছেন তারা।

স্থানীয় সময় বুধবার রাতে বিক্ষোভকারীরা রাজধানীর উচ্চ-নিরাপত্তা গ্রিন জোনের সরকারি ভবন ও কূটনৈতিক মিশনের আবাসস্থলে প্রবেশ করে। যদিও তখন পার্লামেন্টে কোনো আইনপ্রণেতা ছিলেন না।

নিরাপত্তা বাহিনী ভবনের ভেতরে থাকলেও তাদের বিক্ষোভকারীদের প্রবেশের অনুমতি দিতে দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবনের ভেতরে স্পিকারের টেবিলের ওপরে উঠে উল্লাস করতে দেখা যায়। ভবনের অডিটরিয়ামে ভাঙচুর করেন অনেকে। বিক্ষোভকারীরা ইরানপন্থী প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোহাম্মদ শিয়া আল-সুদানির প্রার্থিতার বিরোধিতা করে স্লোগান দেন। তাদের হাতে মুকতাদা আল-সদরের ছবিও দেখা যায়।
 

এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের গ্রিন জোন থেকে “অবিলম্বে প্রত্যাহার” করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল- কাদিমি। এক বিবৃতিতে তিনি নিরাপত্তা বাহিনীকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিদেশি মিশনগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলার বজায় রাখতে বলেন।

২০২১ সালের অক্টোবরের নির্বাচনে আল-সদরের জোট ৭৩টি আসনে জয় লাভ করে। ৩২৯ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত এটি। তবে ভোটের পর থেকে নতুন সরকার গঠনের আলোচনা থমকে আছে।

Link copied!