• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ১১:৩৬ এএম
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
ছবি: সংগৃহীত

শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার ভোররাতে দেশটির পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হওয়ার খবর জানায় রয়টার্স।

উপকূলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। যদিও আবহাওয়া বিভাগ বলেছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফ্লোরেস সাগরের কাছাকাছি এলাকায় আঘাত হানে ভূমিকম্পটি। ফ্লোরেস দ্বীপের পূর্ব অংশের লারানতুকা শহরের উত্তর-পশ্চিমে ১২ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার মালুকু, পূর্ব নুসা টেঙ্গারা, পশ্চিম নুসা টেঙ্গারা এবং দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ সুলাওয়েসি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ফ্লোরেসের মাউমেরে শহরের বাসিন্দারা জানান, ভোররাতে ভূমিকম্প টের পেয়ে সবাই দৌড়ে রাস্তায় চলে আসেন। ১৯৯২ সালে একই মাত্রার ভূমিকম্পে এ অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ইন্দোনেশিয়ান আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম ভূমিকম্পের পর ৫ দশমিক ৬ মাত্রার একটি পরাঘাতও আঘাত হানে লারানতুকায়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!