• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ১২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ১০:৪৫ এএম
ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ১২

দক্ষিণ ইকুয়েডরে একটি কারাগারের বন্দিদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার ভোরে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেন, দাঙ্গা এখনো নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসোর প্রেস বিজ্ঞপ্তি অনুসারেকুয়েঙ্কার এল তুরি কারাগারে সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছে। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, দক্ষিণ আমেরিকার দেশটির কারাগারগুলোর সর্বশেষ সহিংসতার এটিই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ।

সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরে কারাগারের সহিংসতা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার। সাধারণত এসব দাঙ্গা সন্ত্রাসী চক্রগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হয়ে থাকে। ২০২১ সালে দাঙ্গায় দেশটির মোট ৩২০ জন বন্দী নিহত হয়েছে।

স্থানীয় সময় কারাগারের দুপুর দেড়টায় সংঘর্ষ শুরু হয়। এ সময় কারাগারের ছাদ থেকে পুলিশ সদস্যদের দাঙ্গা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

এরপর কারাগার থেকে প্রায় ৯০ জন বন্দীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, দাঙ্গার সময় কেউ কারাগার থেকে পালিয়ে যায়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!