• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইউনেস্কোর স্বীকৃতি পেল যেসব দেশের সংস্কৃতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৮:০৫ পিএম
ইউনেস্কোর স্বীকৃতি পেল যেসব দেশের সংস্কৃতি

‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের ৩০টিরো বেশি দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বিদের দুর্গাপূজা উৎসবসহ সিরিয়ার লোকসঙ্গীত আল-কুয়োদোউদ আল-হালাবিয়া, তুরস্কের হস্তশিল্প হুসন-ই হাত আর ভিয়েতনামের ঐতিহ্যবাহী নাচ জো ডান্সসহ বেশ কিছু দেশের সংস্কৃতি পেয়েছে ইউনেস্কোর অনুমোদন।

এ তালিকায় আছে মধ্যপ্রাচ্য তথা আরবের আরবি হরফে লেখা ক্যালিগ্রাফি, সেনেগালের মাছ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী খাবার চিবু জেন, পানামার যিশু খ্রিস্টের জন্মদিন উৎসব কর্পাস ক্রিস্টি, তুর্কমেনিস্তান বাদ্যযন্ত্র দুতারের সঙ্গে প্রচলিত দুতার সঙ্গীত।

এছাড়াও এশিয়া ও ইউরোপের ফ্যালকন পাখি পোষ মানানোর কায়দাকেও আন্তর্জাতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আরও মনোনয়ন পেয়েছে ইন্দোনেশিয়ার গামেলান সঙ্গীত, ডেনমার্কের ইনুইট ড্রাম ডান্সিং, থাইল্যান্ডের শতাব্দী পুরনো নোরা নাচ, স্ক্যান্ডিনেভিয়া তথা ইউরোপের উত্তরের দেশগুলোর ঐতিহ্যবাহী কাঠের তৈরি নৌকা ক্লিংকার, মালয়েশিয়ার কাপড় বোনার শিল্পকলা সংকেত ও ফিলিস্তিনের সুতোর প্রাচীন নকশা শিল্প।

ইরাকের জমিতে চাষাবাদের জন্য তৈরি কাঠের চাকা আল-নাউর ও এর নির্মাণশৈলী ছাড়াও শ্রীলঙ্কা বিশেষ ধরনের চাটাই দুমবারা রাতা কালালাসহ বহু দেশেই পেয়েছে ইউনেস্কোড় স্বীকৃতি।

মূলত যেসব সংস্কৃতি ক্ষয়িষ্ণু ও যার রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে সেসবই উঠে এসেছে ইউনেসকোর এই তালিকায়।

Link copied!