ইন্টারনেটের বদৌলতে ঘরে বসে ইউটিউবের ভিডিও দেখেই অনেকে শিখে ফেলছেন রান্নাবান্না থেকে শুরু করে প্রোগ্রামিংয়ের মত জটিল সব বিষয়। ভারতে তেমনি এক অতি উৎসাহী যুবক সাপ ধরা শিখেছিলেন ইউটিউব দেখে।
কিন্তু বিপদ ঘটলো অনলাইনের সেই প্রশিক্ষণ বাস্তবে প্রয়োগ করতে গিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা সৌরভ সাপ ধরতে গিয়ে কামড় খেয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।
রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই যুবককে। এর আগেও সে কয়েকটি জায়গায় সাপ ধরতে গিয়েছে বলে জানা গেছে। সেই অভিজ্ঞতা নিয়েই নিজের বোনের বাসায় সাপ দেখা গেছে শুনে সে সেটিকে ধরতে যান সৌরভ। তবে সাপটিকে ধরতে পারলেও পাত্রে ভরার সময় হাতে কামড়ে খান তিনি।
সৌরভের বাবা নারায়ণ পন্ডিত বলেন, “আমার ছেলে মাতব্বরি করতে গিয়ে এসব করেছে। সাপ ধরার কোনও প্রশিক্ষণ নেই তার। এভাবে সাপ ধরতে গিয়ে বড় বিপদ হতে পারত।”
বিশেষজ্ঞরা জানান, সাপটি কালাচ প্রজাতির। তবে তেমন প্রাণঘাতী বলে নিশ্চিত করেননি কেউ।
এই সাপ কামড়ালে কোনও দাগ কিংবা জ্বালাযন্ত্রনা হয় না। তবে বিষক্রিয়ায় তলপেটে ব্যাথা হতে পারে।