• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ইউক্রেন যুদ্ধে রুশ মেজর নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৩:০৮ পিএম
ইউক্রেন যুদ্ধে রুশ মেজর নিহত

ইউক্রেনের যুদ্ধে এক উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহতের খবর জানিয়েছে বিবিসি। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি জানায়, মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ তাদের সৈন্যদের হাতে নিহত হয়েছেন।

বিবিস জানায়, আন্দ্রেই কোলেসনিকভ রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কমান্ডার ছিলেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, তা জানা যায়নি। এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত তিনজন ঊর্ধ্বতন রুশ সামরিক কর্মকর্তা নিহত হলেন।

এদিকে পশ্চিমা কর্মকর্তারা দাবি করছেন, ঊর্ধ্বতন রুশ কর্মকর্তাদের বিপদের মুখে পড়ার অর্থ এই যে, ইউক্রেনে অভিযান থমকে যাওয়ায় রাশিয়া হতাশার মধ্যে পড়েছে।

এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, “ইউক্রেন রাশিয়াকে ছাড় দেবে না। ইউক্রেন আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ করছে না এবং আত্মসমর্পণ করবে না।”

Link copied!