• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেন নিয়ে পুতিন-এরদোয়ান ফোনালাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০১:০১ পিএম
ইউক্রেন নিয়ে পুতিন-এরদোয়ান ফোনালাপ

ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে তুরস্ক। তবে এর আগে মস্কো ও কিয়েভের নেতারা তুরস্কে আলোচনায় ব্যর্থ হয়েছিলেন। এবার এ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) তাদের দুজনের মধ্যে আলোচনা হয়। শুক্রবার (১৮ মার্চ) তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এসব জানিয়েছে।

দুই নেতার মধ্যে ফোনে আলোচনার কেন্দ্র ছিল ইউক্রেন। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে পুতিনকে অনুরোধ করেছেন এরদোয়ান। আঙ্কারা অথবা ইস্তাম্বুলে আলোচনায় বসার প্রস্তাব দেন তুর্কি প্রেসিডেন্ট।

যুদ্ধ বন্ধ করতে পুতিনের উদ্দেশে এরদোয়ান বলেছেন, চিরস্থায়ী যুদ্ধবিরতি হবে একটা দীর্ঘমেয়াদি সমাধান। তিনি আশা করেন মস্কো ও কিয়েভের নেতারা এতে সম্মত হবেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, মানবিক বিষয়গুলো মূল্যায়ন করা উচিত। এছাড়া কার্যকরভাবে মানবিক আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন।

এরদোয়ান মস্কোর উদ্দেশে বলেন, “যুদ্ধ কাউকে লাভবান করবে না। তুরস্ক সব সময় দুই পক্ষের মধ্যে আলোচনার জন্য সহযোগিতা করবে।”

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর দুই পক্ষের একাধিক আলোচনা হয়। কিন্তু দুই পক্ষ কোনোরকম চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি।

Link copied!