• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০১:৩২ পিএম
সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য ইউক্রেনের দুটি শহরে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। মস্কোর স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে যুদ্ধবিরতির ঘোষণা দেয় তারা।

বার্তা সংস্থা এএফপি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের দশম দিন। মানবিক দিক বিবেচনা করে ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে বেসামরিক নাগরিকদের যুদ্ধ অঞ্চল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বেসামরিকদের নিরাপত্তা দেয়ার জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে বলেও জানায় তারা।

যদিও ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।

এর আগে শহর অবরুদ্ধ করে রাখার কারণে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি হিউম্যানিটারিয়ান করিডোর ঘোষণা করে বেসামরিকদের উদ্ধারের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান। রুশ সেনাদের হামলাকে 'নিষ্ঠুর' বলে মন্তব্য করেন তিনি।

Link copied!