ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে ব্যবহার করা ক্ষেপণাস্ত্র হামলার ৬০ শতাংশ ব্যর্থ হয়েছে। তারা নির্ভুল নির্দেশিতভাবে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। ফলে রুশ সেনারা পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে দাবি করছেন মার্কিন গোয়েন্দারা।
শুক্রবার (২৫ মার্চ) মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গোয়েন্দা তথ্যের বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক তিন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, রাশিয়ার ব্যর্থতা একেক দিন একেক পরিমাণে হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের ধারণা। গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে বিমান থেকে ফেলা ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত, যা প্রতিদিনের পরিস্থিতির ওপর নির্ভর করেছে।
মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেনে রুশ সামিরক অভিযান এক মাস পার হচ্ছে। কিন্তু এত সময়েও রাশিয়া তাদের মৌলিক লক্ষ্য অর্জন করতে পারেনি। এটা ব্যাখ্যা করা সম্ভব। অভিযান শুরুর আগে রাশিয়া কতগুলো মৌলিক লক্ষ্য ঠিক করেছিল। এর মধ্যে একটি ইউক্রেনের বিমানবাহিনীকে নিষ্ক্রিয় করা। কিন্তু রাশিয়া এ পরিকল্পনায় ব্যর্থ।
মার্কিন কর্মকর্তারা তাদের ধারণার পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেননি। এছাড়া রুশ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার বেশি হওয়ার কারণও জানাননি তারা। তাৎক্ষণিকভাবে ক্রেমলিন কিংবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই সপ্তাহে জানান, পেন্টাগনের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে অন্তত এক হাজার একশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এসব ক্ষেপণাস্ত্রের কী পরিমাণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আর কতগুলো ব্যর্থ হয়েছে, তা জানাননি তারা।
রুশ আগ্রাসনের সময় ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মস্কোর দাবি ইউক্রেনের অস্ত্র মজুতসহ নানা সামরিক স্থাপনায় এই হামলা চালানো হচ্ছে।