• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০১:১৪ এএম
ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১

ইউক্রেনের বন্দরে নোঙ্গর করা বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। জাহাজের বাকি যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।

নিহত বাংলাদেশি নাবিক জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমান। বাংলাদেশ সময় রাত ৯ টার দিকে এ হামলা হয় বলে জানিয়েছেন জাহাজে অবস্থানরত বাংলাদেশি নাবিক সালমান সামি।

ফেসবুকে শেয়ার করা জাহাজের যাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রকেট হামলার পর তারা জাহাজে আগুন নেভাতে  চেষ্টা করছেন। যদিও ইউক্রেন নাকি রাশিয়ার দেশের রকেট সেখানে আঘাত হেনেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

পোল্যান্ডের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লাইলা রহমান জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি জানায়, যুদ্ধাবস্থার কারণে বিপাকে পড়েছেন ২৯ জন নাবিকসহ জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান।

এই নাবিকেরা কবে দেশে ফিরতে পারবেন তা এখনও অনিশ্চিত। বন্দরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।

২৬শে জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি। তুরস্কের ইরেগলি হয়ে ২২শে ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় এটি।
 
এর পরদিনই ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তাই ইউক্রেন থেকে সিরামিক নিয়ে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা থাকলেও এই মুহূর্তে তা প্রায় অসম্ভব।

একদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে পেতে রাখা সাগরে পেতে রাখা মাইন। যুদ্ধাবস্থার কারণে জাহাজের যাত্রীদের উদ্ধারে স্থানীয় পাইলটও পাওয়া যাচ্ছে না।

কর্মকর্তারা জানান, জাহাজে এই মূহুর্তে ৩০ দিনের খাবার ও বিশুদ্ধ পানির মজুদ আছে। জাহাজটি ফিরিয়ে আনার জন্য লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।

Link copied!