• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ইউক্রেনে জরুরি সহায়তা পাঠাল পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০২:০০ পিএম
ইউক্রেনে জরুরি সহায়তা পাঠাল পাকিস্তান

ইউক্রেনে মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। দুটি সি-১৩০ বিমানে করে এসব সাহায্য পাঠানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, পাকিস্তানে অবস্থিত ইউক্রেন দূতাবাসের অনুরোধে এ সহায়তা পাঠিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৫ মার্চ) রাতে এসব সামগ্রী পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

ইসলামাবাদে নুর খান বিমানঘাঁটি থেকে তিনি গণমাধ্যমকে বলেন, “আশা করি আলোচনা ও কূটনীতির মাধ্যমে চলমান সমস্যার সমাধান হবে। ইউক্রেনের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক থেকে এসব সহায়তা পাঠানো হলো।”

এসব সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, ঘুমানোর ব্যাগ’, জেনারেটর, সাবান, হ্যান্ডওয়াশ, জরুরি ওষুধ ও খাবার।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। যদিও ২ মার্চ জাতিসংঘে উত্থাপিত রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি পাকিস্তান।

তবে জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন।

এরপর ইসলামাবাদে অবস্থিত বিভিন্ন বিদেশি মিশন দেশটির কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। তারা রুশ আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের ভোটদানের বিষয়ে তাগিদ দিয়েছে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও নরওয়ে।

Link copied!