• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনের সেনা ঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৭:৪৮ পিএম
ইউক্রেনের সেনা ঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলে সেনা বাহিনীর আরেকটি ঘাঁটিতে গতিনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করছে রুশ কর্তৃপক্ষ।

সোমবার (২১ মার্চ) দেশটির রিভনি শহরের নোভা লিযুবমিরকায় অবস্থিত এক সেনা প্রশিক্ষণ কেন্দ্রে এ হামলা চালানো হয়। সিএনএন এক প্রতিবেদনে এসব জানিয়ছে।

রুশ সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকোভ এক বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্র হামলায় গোলাবারুদ রাখার একটি গুদাম ধ্বংস করে দেওয়া হয়েছে। এতে ইউক্রেন সেনাদের অনেকে হতাহত হয়েছে।

রিভনি অঞ্চলের প্রশাসনিক প্রধান ভিটালি কোভাল জানান, ইউক্রেন সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সামরিক বাহিনী। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলায় ক্ষয় ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

গত কয়েকদিন ধরে ধাপে ধাপে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। সর্বশেষ রোববার (২০ মার্চ) ইউক্রনের দক্ষিণাঞ্চলের কস্তিয়ান্তিনিভকা ও মাইকোলাইভ অঞ্চলের কাছাকাছি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ইউক্রেন সেনাদের একটি জ্বালানি ও লুব্রিকেন্টের গুদাম ধ্বংস হয়ে যায়।

এর আগের দিন ১৯ মার্চ ইউক্রেনে প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করে রুশ কর্তৃপক্ষ। পশ্চিম ইউক্রেনে সেনাদের সরঞ্জাম রাখার গুদামে এ হামলা চালানো হয়। সেখানে ইউক্রেন সেনাদের যুদ্ধবিমান রাখা ছিল। এছাড়া গুদামে ক্ষেপণাস্ত্রও মজুত ছিল।

Link copied!