• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ইউক্রেনের সুলতান সুলেমান মসজিদে গোলাবর্ষণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৮:১৯ পিএম
ইউক্রেনের সুলতান সুলেমান মসজিদে গোলাবর্ষণ

ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের একটি মসজিদে রুশ সামরিক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এপি জানায়, মসজিদটিতে শিশুসহ ৮০ জনেরও মানুষ আশ্রয় নিয়েছিলেন।

শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সুলতান সুলেমান মসজিদে এ হামলার তথ্য জানায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সবচেয়ে বড় দুর্ভোগের শিকার হয়েছে মারিউপোল। অবিরাম খাবার ও পানির সংকটের সঙ্গে আটকে পড়া বেসামরিক লোকদের নিরাপদে সরিয়ে নিতেও হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এমনকি তীব্র লড়াইয়ের মাঝে অনেক ক্ষেত্রে মৃতদের দাফনও করা সম্ভব হচ্ছে না।

তুরস্কে অবস্থিত ইউক্রেনের দূতাবাস জানায়, মসজিদে অবস্থানরতদের মধ্যে ৩৪ জন শিশুসহ তুরস্কের ৮৬ জন নাগরিক রয়েছেন।

মেয়রের তথ্যের বরাতে দূতাবাসের এক মুখপাত্র বলেন, আজভ সাগরে ঘেরা বন্দর নগরী মারিউপোলে রাশিয়ান আক্রমণ থেকে রক্ষা পেতে অনেকেই এই মসজিদে আশ্রয় নেন। সেখানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই আক্রান্তদের কাছে পৌঁছানোর কোনো সুযোগ নেই।

সাদা-প্রাচীরের ঘেরা সুউচ্চ মিনারবিশিষ্ট সুলতান সুলেমান মসজিদটি শহরে ব্যাপক জনপ্রিয়। ২০০৭ সালে তুরস্কের ইস্তাম্বুলের একটি মসজিদের আদলে এটি নির্মাণ করা হয়।

Link copied!