• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনের সরকার উৎখাতে আগ্রহী নয় রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৮:২৯ পিএম
ইউক্রেনের সরকার উৎখাতে আগ্রহী নয় রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই ধারণা করা হচ্ছিল দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে অপসারণের চেষ্টা করছে ক্রেমলিন। পশ্চিমা গণমাধ্যমেও এমনটি দাবি করা হয়।

তবে শুরু থেকেই এমন দাবি নাকচ করে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ইউক্রেনের বর্তমান সরকারকে উৎখাত করার কোনো নির্দেশ দেওয়া হয়নি রুশ সামরিক বাহিনীকে। সমস্যা সমাধানে ইউক্রেনের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলেও জানায় ক্রেমলিন।

সংবাদ সম্মেলনে জাখারোভা বলেন, ইউক্রেন দখল বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের কোনো ইচ্ছে নেই মস্কোর। তিনি বলেন, “ইউক্রেনকে দখল বা দেশটিকে ধ্বংস করা বা দেশের সরকারকে উৎখাত করার লক্ষ্য নেই রাশিয়ার সেনাদের।” সেইসঙ্গে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে দুদেশের চলমান আলোচনার অগ্রগতি নিয়েও কথা বলেছেন তিনি।

২৪ ফেব্রুয়ারি রাতে ইউক্রেন অভিযান শুরু করে রুশ বাহিনী। দুই সপ্তাহ ধরে ইউক্রেনে আক্রমণ অব্যহত রেখেছে রাশিয়া। ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দেওয়াসহ ইউক্রেনের জন্য তিন দফা প্রস্তাব রেখেছে মস্কো।

 

Link copied!