• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনের বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে রাশিয়ার হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৯:৩৩ এএম
ইউক্রেনের বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে রাশিয়ার হামলা

ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মারিউপল শহরের একটি প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয়ের একটি ভবন ও হাসপাতালে বোমা হামলা চালানো হয়েছে। 

সিএনএন জানিয়েছে, মারিউপল শহরে প্রিয়াজোভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি, মারিউপল সিটি কাউন্সিল অ্যাডমিনিস্ট্রেশন ভবনে বোমা আঘাত হানছে।

এদিকে ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলার প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ। অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মীরা যাতে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত না হন, সে আহ্বানও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

ইউক্রেন ইস্যুতে মস্কোয় জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সময়মতো যাতে ইউক্রেনে ত্রাণসহায়তা সেখানে পৌঁছায়, এ ব্যাপারে দুই পক্ষ সম্মত হয়েছে এ বৈঠকে।

Link copied!