• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনের বন্দরে তুরস্কের জাহাজে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০৮:১৮ পিএম
ইউক্রেনের বন্দরে তুরস্কের জাহাজে আগুন
ছবি : সংগৃহীত

ইউক্রেনের মারিউপোল বন্দরে তুরস্কের একটি জাহাজে আগুন লাগার ঘটনো ঘটেছে। জাহাজটিতে ইউক্রেনের জাতীয়তাবাদীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে দেশটির কর্তৃপক্ষ।

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্কের কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (৫ এপ্রিল) এ খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক।

দোনেৎস্ক সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মারিউপোল বন্দর নিয়ন্ত্রণ করা ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা পরাজয় আসন্ন বুঝতে পেরে সেখানকার অবকাঠামোর পাশাপাশি দাঁড়িয়ে থাকা বিদেশি জাহাজগুলো ধ্বংস করছে।

দোনেৎস্কের কর্মকর্তারা দাবি করছে, তুরস্কের জাহাজটিতে ইউক্রেনের জাতীয়তাবাদীরা হামলা চালিয়েছে। তারা এটি রুশ বাহিনীর কাজ হিসেবে দেখানোর দাবি করতে পারে।

দোনেৎস্কের কর্মকর্তারা আরও অভিযোগ করেছেন, ক্রুসহ ছয়টি বিদেশি জাহাজ সরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের অনুরোধ উপেক্ষা করে চলেছে কিয়েভ প্রশাসন।

রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগেই ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা বন্দরের জলসীমায় মাইন বসিয়ে উদ্দেশ্যমূলকভাবে সেটি অবরুদ্ধ করে ফেলেছিল বলে দাবি করেছেন তারা।

Link copied!