• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৪:১৩ পিএম
ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের অস্ত্রের চাহিদা মেটাতে বিমান বিধ্বংসী স্টিংগার ও ট্যাংক-বিধ্বংসী জ্যাভলিন মিসাইলের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাতে এই খবর জানিয়েছে সিএনএন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রতিদিন ৫০০টি জ্যাভলিন ও ৫০০টি স্টিংগার মিসাইল কিনতে চেয়েছে ইউক্রেন। তাই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনীর আধুনিকায়নের উদ্দেশ্যেই এই পরিকল্পনা হাতে নিয়েছে পেন্টাগন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর দুই সপ্তাহের কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্যরা ইউক্রেনে প্রায় ১৭ হাজার ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ২ হাজার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল। এর পর থেকে, সেই সংখ্যা বৃদ্ধি করেছে তারা। তবে এর কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

১৬ মার্চ ৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা করে হোয়াইট হাউস। এতে ৮০০টি অতিরিক্ত স্টিংগার ও ২ হাজার জ্যাভলিন অন্তর্ভুক্ত ছিল। এরপর স্টিংগার উৎপাদন বন্ধ থাকলেও আরেকটি রাষ্ট্রের বিক্রয়ের চাহিদা পূরণের উদ্দেশ্যে পুনরায় এটি চালু করা হয়।

 

Link copied!