• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার যুদ্ধজাহাজ বিধ্বস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৯:০৫ পিএম
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার যুদ্ধজাহাজ বিধ্বস্ত

কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। ক্ষেপণাস্ত্র আঘাতের পর জাহাজে আগুন ধরে যায়। পরে গোলাবারুদ বিস্ফোরিত হয়ে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ইউক্রেনের দুইটি ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার ‘মস্কভা’ নামক যুদ্ধ জাহাজ ডুবতে শুরু করেছে। কিয়েভ প্রশাসনের দক্ষিণাঞ্চলের যুদ্ধ পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন।

সিএনএন বলছে, ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকে কৃষ্ণসাগর থেকে দেশটিতে নৌ হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। অভিযানের শুরু থেকে  ইউক্রেনের ওপর নৌ হামলার নেতৃত্ব দিচ্ছিল মস্কভা যুদ্ধ জাহাজটি।

ইউক্রেন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণ সাগরে অবস্থান নেওয়া রাশিয়া মস্কভা জাহাজে আঘাত হেনেছে ইউক্রেনের দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এতে জাহাজটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‍‍`ক্ষেপণাস্ত্র আঘাত হানার গোলাবারুদের একটি শক্তিশালী বিস্ফোরণ জাহাজটি উল্টে যায়। পরে এটি ডুবে যেতে শুরু করে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, মস্কভা এখনো ভেসে আছে। জাহাজটিকে বন্দরে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাহাজে থাকা ক্রুদের ওই এলাকার অন্যান্য জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে।

যদিও এদিন জাহাজটি সম্পর্কে সংবাদিকরা জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

১৯৮৩ সালে কমিশন লাভ করে যুদ্ধজাহাজ ‍‍`মস্কভা‍‍`। এটি ৭০০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে রয়েছে জাহাজ বিধ্বংসী ১৬টি ভুলকান ক্রুজ ক্ষেপণাস্ত্র।

Link copied!