• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ইউক্রেনের অর্ধশত ঐতিহাসিক স্থাপনা বিধ্বস্ত : ইউনেসকো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৪:৫৮ পিএম
ইউক্রেনের অর্ধশত ঐতিহাসিক স্থাপনা বিধ্বস্ত : ইউনেসকো
ছবি : ইনসাইডার

চলমান রুশ অভিযানে ইউক্রেনের অর্ধশতাধিক ঐতিহাসিক স্থাপনা বিধ্বস্ত হয়ে গেছে। এর মধ্যে ধর্মীয় স্থাপনা, জাদুঘর, স্মৃতিস্তম্ভসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো এ তথ্য জানিয়েছে।

ইউনেসকোর বরাতে বিবিসি বলছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ অন্তত ৫৩টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনার মধ্যে ২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, ৪টি জাদুঘর এবং ৪টি স্মৃতিস্তম্ভ রয়েছে।

ইউনেসকোর একজন মুখপাত্র বলেন, ‘এটি পূর্ণাঙ্গ তালিকা নয়, হালগানাদ তালিকা। কারণ আমাদের বিশেষজ্ঞরা এখনো বেশ কিছু প্রতিবেদন যাচাই অব্যাহত রেখেছেন। ক্ষয়ক্ষতি যাচাইয়ে স্যাটেলাইট ছবির পাশপাশি প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নেওয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্ত স্থাপনার বেশির ভাগই রাজধানী কিয়েভ ও অপর গুরুত্বপূর্ণ শহর খারকিভে অবস্থিত। এছাড়া তালিকায় প্রাচীন শহর চেরনিহিভের কিছু স্থাপনার নামও রয়েছে।

Link copied!