• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

আসাম-মিজোরাম সংঘর্ষে ৬ পুলিশ নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৪:৪৭ পিএম
আসাম-মিজোরাম সংঘর্ষে ৬ পুলিশ নিহত

ভারতের আসাম-মিজোরাম রাজ্যের সীমান্তে সংঘর্ষে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ আরও ১২ জন।

হিন্দুস্তান টাইমস জানায়, এয়ারগান ও পাথর লেগেও আহত হয়েছেন অনেকে। তবে কারও অবস্থা গুরুতর নয়। 

গত কয়েকদিন ধরেই কাছার জেলার লায়লাপুরে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ চলছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, মিজোরাম থেকে দুবৃত্তরা গুলি ছুড়ায় ছয় পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক নিহত হয়েছে।

তবে মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আসাম পুলিশ মিজোরামের সীমানায় ঢুকে পড়ায় এই সংঘর্ষ শুরু হয়। 

ভারতের এই দুই রাজ্যে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তেজনা বাড়ছে। জুন মাসেও এ নিয়ে বিবাদে জড়ায় আসাম ও মিজোরামের বাসিন্দারা।

Link copied!