• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণ, বহু হতাহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০৩:৪০ পিএম
আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণ, বহু হতাহত
ফাইল ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বালক বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কাবুলের মুহম্মদ আলি জিন্নাহ হাসপাতালের সূত্র বিবিসিকে জানিয়েছে, তারা এ পর্যন্ত হামলায় চারটি মৃতদেহের বিষয়ে নিশ্চিত হয়েছে। আর ১৯ জন আহত হওয়ার তথ্য আছে তাদের কাছে।

আফগান নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য সেবার বরাতে আল আরাবিয়া নিউজ বলছে, মঙ্গলবার (১৯ এপ্রিল) শহরের পশ্চিমে শিয়া হাজারা পাড়া দাশত-ই-বারচির আবদুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কাবুল কমান্ডারের মুখপাত্র খালির জার্দান বলেন, “একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শিয়া অনুসারী বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন। প্রাথমিকভাবে ৬ জন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।”

সংবাদ সংস্থা এএফপিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, “শিক্ষার্থীরা সকালের ক্লাস থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।”

হাজারারা একটি জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু। তারা প্রায়ই সুন্নি জঙ্গি গোষ্ঠীর লক্ষ্যবস্তু হয়। অনেক সময় হাজারা সম্প্রদায়ের ওপর ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএসএসও হামলা চালায়।

বিবিসি বলছে, তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

Link copied!