• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

আট মাসের সর্বোচ্চ সংক্রমণ ভারতে, আক্রান্ত ৩ লাখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৫:৩০ পিএম
আট মাসের সর্বোচ্চ সংক্রমণ ভারতে, আক্রান্ত ৩ লাখ

ভারতে গত ২৪ ঘণ্টায় (২০ জানুয়ারি পর্যন্ত) নতুন করে করোনা আক্রান্ত হয়েছে মোট ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জন। যা গত ৮ মাসের মধ্যে দেশটির সর্বোচ্চ সংক্রমণ।

এছাড়াও বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে এনডিটিভি।

এর মাধ্যমে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ২৪ হাজার ৫১ জনে। আর দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৮৭ জনে।

এদিকে পশ্চিমবঙ্গের পরিসংখ্যান বলছে, গত এক দিনে মোট ১১ হাজার ৪৪৭ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। যদিও কঠোর স্বাস্থ্যবিধি আরোপের পর সংক্রমণ হার কিছুটা কমেছে রাজ্যে।

এছাড়াও গত এক দিনে ভারতে সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ২২ হাজার ৩৯৯ জন। টিকা নিয়েছেন ৭৩ লাখ ৩৮ হাজার মানুষ। এখনও পর্যন্ত ১৫৯ কোটি ৬৭ লাখ ভারতীয় করোনার অন্তত এক ডোজ টিকা পেয়েছেন।

অন্যদিকে ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত ৮ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ লাখ ১১ হাজার ২২৬ জন।

আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭৪ হাজার ২৪৪ জনে।

সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫৭ লাখ ৭ হাজার ২৫৫ জনে। পাশাপাশি সুস্থ ব্যক্তির সংখ্যা ২৭ কোটি ৯ লাখ ৬০ হাজার ৫৬৫।

Link copied!