• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আটলান্টিকে পুড়ছে ৪ হাজার বিলাসবহুল গাড়ি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১১:৪৯ এএম
আটলান্টিকে পুড়ছে  ৪ হাজার বিলাসবহুল গাড়ি

আটলান্টিক মহাসাগরে ভাসমান এক পণ্যবাহী জাহাজে পুড়ছে হাজার হাজার বিলাসবহুল গাড়ি। সিএনএন জানায়, অগ্নিকাণ্ডের পর জাহাজের চালকসহ কর্মীরা এটিকে মাঝসাগরে পরিত্যক্ত অবস্থায় ফেলে আসতে বাধ্য হন।

৬৫৬ ফুট লম্বা ফেলিসিটি এস নামের গাড়ি বহনকারী জাহাজটি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল। বুধবার উত্তর আটলান্টিক সাগরে থাকা অবস্থায় এতে আগুন ধরে যায়। এতে পোর্শে, ভক্সওয়াগনসহ প্রায় চার হাজার বিলাসবহুল ও কার্গো গাড়ি রয়েছে।

আগুন লাগার সময় জাহাজটি পর্তুগালের আজোরেস থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। বুধবার পর্তুগিজ নৌবাহিনীর এক বিবৃতিতে এই অগ্নিকাণ্ডের খবর জানায়।

আগুন ছড়িয়ে পড়ার পর ২২ জন ক্রু জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। পোন্টা দেলগাদা মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের সমন্বয়ে ক্রুদের নিরাপদে উদ্ধারকাজে করে স্থানীয় হোটেলে নিয়ে গেছে পর্তুগিজ নৌবাহিনী।

জাহাজে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় অনিশ্চয়তায় পড়েছেন জ্বলন্ত জাহাজে থাকা গাড়ির গ্রাহকরা। অনেকেই তাদের ডিলারদের সাঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। যদিও এখনো সেসব গাড়ি উদ্ধারের কোনো তৎপরতা দেখা যায়নি।

 

Link copied!