• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়ার পুরোনো পার্লামেন্টে আগুন দিল আদিবাসীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০১:৪৮ পিএম
অস্ট্রেলিয়ার পুরোনো পার্লামেন্টে আগুন দিল আদিবাসীরা

একবিংশ শতাব্দীর শুরু থেকেই অস্ট্রেলিয়ার আদিবাসীরা সার্বভৌম অঞ্চলের দাবিতে আন্দোলন করে আসছে। যার গতিপ্রকৃতি পরিবর্তিত হচ্ছে প্রতিবছর।

এবার তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার পুনোনো সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভবনের কিছু অংশ পুড়ে যায়।

তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিবিসি। সংসদ ভবনের সামনের দরজাগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ আরও জানায়, এই ভবনের সামনে প্রতি দুই সপ্তাহ অন্তর বিক্ষোভ করে আসছে আদিবাসীরা। দীর্ঘদিন ধরেই তাদের কার্যকলাপ অনুসরণ করছে পুলিশ।

অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার হেরিটেজ ভবনের ভিতরে থাকা শ্রমিকদের দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে। মহামারির মাঝে করোনাবিধির বিরুদ্ধে বেশ কিছু বিক্ষোভ হলেও সাম্প্রতিক সময়ে এ ধরনের সহিংস প্রতিবাদ আর দেখেনি অস্ট্রেলিয়াবাসী।

পুরাতন পার্লামেন্ট ভবনে বর্তমানে একটি সরকারি জাদুঘর রয়েছে। ২০ ডিসেম্বর সেখানে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করেছিল আদিবাসীরা। এরপর থেকেই জাদুঘরটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

Link copied!