আকস্মিক ঝড়ের প্রকোপে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ব্রিসবেন। রবিবার পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে।
কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানীতে ব্রিসবেনে প্রায় দেড় হাজার ঘরবাড়ি বন্যায় ঝুঁকিতে রয়েছে। রাজ্যের ২৮ হাজারের বেশি বাড়ি এখনও বিদ্যুৎবিহীন রয়েছে।
রাজ্য সরকারের প্রধান আনাস্তাসিয়া প্যালাসজুক এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, “এরকম বৃষ্টির আমরা কখনোই আশা করিনি।”
রাজ্যের দক্ষিণ-পূর্বে এক শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারী দল জানিয়েছে, প্রতি ঘন্টায় ১০০টি সাহায্যের অনুরোধ পাচ্ছেন তারা।
বন্যায় নিহত ছয়জনের মধ্যে একজনের গাড়ি পানিতে ডুবি যাওয়ার পরে মৃত্যু হয়। জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসেও আরেক ব্যক্তি গাড়িসহ বন্যায় ভেসে গেছেন। এছাড়াও শনিবার প্রায় ৭০০ বাসিন্দাকে জিম্পি শহর থেকে সরে যেতে বলা হয়।
রৌদ্রোজ্জ্বল পরিবেশের জন্য বিখ্যাত এই রাজ্যের ১৮৮০ সালের পর শহরের সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা এটি। ২২ মিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।